সীমান্ত উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আলোচনা

সাত বছর পর চীনে মোদি, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:২০ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাত বছর পর চীন সফরে গেছেন।

শনিবার (৩০ আগস্ট) জাপান সফর শেষে চীনের তিয়ানজিন পৌঁছান মোদি। তাকে চীনের বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন: ফোনালাপ ফাঁস, ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

মোদি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে অংশ নেবেন, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন।

চীনে মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন। দু'দেশের সম্পর্ক সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর, কিন্তু এখন তারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর লিসা কুক

সীমান্ত উত্তেজনা এবং আলোচনা

এ সফরে মোদি-শি জিনপিংয়ের আলোচনায় সীমান্ত উত্তেজনা গুরুত্বপূর্ণ বিষয় হবে। গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর করে সীমান্ত বিষয়ক আলোচনা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ এবংযুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়েও আলোচনা হতে পারে। মোদি বলেন, চীন ও ভারতের সম্পর্ক এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, যা সবার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

গত বছর রাশিয়ার কাজানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির সর্বশেষ বৈঠক হয়। এবার চীন সফরের মাধ্যমে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের আরও উন্নতি হতে পারে।