ফ্রান্সে পাঁচজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে নিহত হামলাকারী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:০৩ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৩ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্শেইয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে একটি হোটেলের ম্যানেজার ও তার ছেলেসহ পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে নিহত ৭৩, পুরো পরিবার নিশ্চিহ্ন

শহরটির প্রসিকিউটর নিকোলাস ব্রেসন জানান, নিহত হামলাকারী তিউনিশিয়ার নাগরিক এবং ফ্রান্সের বৈধ অভিবাসী ছিলেন। তিনি দুটি ছুরি ও একটি ক্রোবার ব্যবহার করে হামলা চালান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে রয়টার্স।

প্রসিকিউটর আরও জানান, ভাড়া পরিশোধ না করায় তাকে সম্প্রতি হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ১১শ কোটি টাকায় বিক্রি হলো নেহেরুর বাংলো লুটিয়েন্স