কর ফাঁকি কমাতে চায় সরকার: বাণিজ্য উপদেষ্টা
সরকার কর ফাঁকি কমিয়ে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা আনতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। একই সঙ্গে ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি ও বাণিজ্য সহজীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) নবম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
বাণিজ্য উপদেষ্টা বলেন, অপ্রয়োজনীয় প্রবিধান ও নিয়ন্ত্রণমূলক নিয়মকানুন পর্যালোচনা করে বাণিজ্য সহজীকরণ করা হবে। এতে ন্যায় প্রতিষ্ঠা ও সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি হবে, যা ব্যবসা-বাণিজ্যের পরিমাণ ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, “আমরা একটি দক্ষ ট্রেড রেজিম গড়তে চাই, যার মাধ্যমে জাতীয় অর্থনীতির ব্যাপক উন্নয়ন ঘটবে এবং সম্পদের সুষম বণ্টনের জন্য বড় প্ল্যাটফর্ম তৈরি হবে।”
আরও পড়ুন: যমুনার আশপাশে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে নাশকতার পরিকল্পনা ফাঁস
বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আবদুর রহিম খানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





