বদরুদ্দীন উমরের মরদেহ আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৮ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রথিতযশা লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মরদেহ আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম জানান, মরদেহ বর্তমানে তার বাসভবনে রাখা হয়েছে। তার বড় মেয়ে বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর সোমবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

বরেণ্য এই বুদ্ধিজীবী রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

বদরুদ্দীন উমর তার কর্মজীবন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: জনগণকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায় আওয়ামী লীগ

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল প্রতিষ্ঠা করেন এবং আজীবন এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।