ডাকসু ভোটে বিবেক দিয়ে প্রার্থী বাছাইয়ের পরামর্শ সারজিস আলমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীরা কেমন প্রার্থীকে বেছে নেবেন— এ বিষয়ে পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, স্টার কাবাব, ক্লাব, ডিপার্টমেন্ট বা এলাকার প্রভাব ভুলে যান। ভোট দেওয়ার সময় এমন প্রার্থীকে বেছে নিন, যিনি আপনার বিবেকের দৃষ্টিতে সবচেয়ে যোগ্য।
আরও পড়ুন: ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
তিনি বলেন, যোগ্যতা শুধু সিজিপিএ বা বিষয়ের দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি এখানে একাডেমিশিয়ান নয়, একজন লিডার নির্বাচন করছেন। সেই লিডার হতে হবে এমন, যিনি সরকার পরিবর্তনের পরও অধিকার আদায়ের লড়াইয়ে আপসহীন থাকবেন এবং সাহস নিয়ে ক্ষমতার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন।
আগামীকাল (৯ সেপ্টেম্বর) ঢাবি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ছয় বছর পর এ ভোটকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা