‘এবারের নির্বাচন হবে ভেঙে পড়া ব্যবস্থাকে সচল করার প্রথম পরীক্ষা’
আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের দীর্ঘদিনের ভেঙে পড়া নির্বাচনি ব্যবস্থাকে পুনরায় সচল করার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনকে রূপক অর্থে একটি লাইনচ্যুত ট্রেনকে আবার লাইনে ফেরানোর সঙ্গে তুলনা করা যায়।
আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা
এনজিওসমূহের জোট ‘এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)’–এর একটি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনি ব্যবস্থায় ন্যূনতম সংস্কার ও প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে অন্তত কার্যকারিতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই উদ্যোগ সফল হলে সেটিই হবে নির্বাচন কমিশনের প্রথম বড় সাফল্য।
তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষকরা কমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের পর্যবেক্ষণ যেন মানসম্মত ও নীতিমালার মধ্যে থাকে, সে বিষয়ে কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। পর্যবেক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে নির্বাচন কমিশন প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে
অনুষ্ঠানে ইসি সানাউল্লাহ আশ্বস্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন সর্বাত্মক প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচের চেয়ারপারসন তালেয়া রহমান, খান ফাউন্ডেশনের কো-চেয়ার রোকসানা খন্দকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।





