২৪ সেপ্টেম্বর থেকে পূজা উপলক্ষে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:২১ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এসব তথ্য জানান।

আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা জানান, এবার পূজার নিরাপত্তা নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার সেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, পূজা একটি ধর্মীয় পবিত্র অনুষ্ঠান। তাই আমাদের সবার সতর্ক থাকা প্রয়োজন।

তিনি মাদক চোরাচালান নিয়েও সতর্কবার্তা দেন। বলেন, বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে। এর পাশাপাশি চাল, সার ও ওষুধ পাচার হচ্ছে। কেবল কক্সবাজার ও চট্টগ্রামের নৌ রুট নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও চাল ও সার যাচ্ছে। তিনি আরও বলেন, আরাকান আর্মিরা মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে। বর্তমানে ধরা পড়া মাদকের পরিমাণ বেড়ে গেছে, যার ফলে দামও বেড়েছে।

আরও পড়ুন: ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির নবীন সৈনিকদের জাগ্রত থাকতে হবে’

উপদেষ্টা দেশের কৃষি সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কৃষকরা আলুর ন্যায্য মূল্য পাচ্ছেন না। যদি আগামীতে তারা আলু চাষ না করেন, তবে আলুর দাম ভবিষ্যতে আরও বেড়ে যাবে।

তিনি উল্লেখ করেন, এবার প্রতিমা ভাঙার ঘটনা কম হয়েছে এবং যারা ভাঙেছে, তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। ২৪ সেপ্টেম্বর থেকে পূজা উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।