রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ

রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ হয়েছে। আজ ঢাকার মেহেরবা প্লাজার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা হাসনাত কাইয়ূম ৩০ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন এবং নবনির্বাচিত নেতৃত্বকে শপথ বাক্য পাঠ করান। এসময় সংগঠনের ৮ দফা দাবি প্রকাশ করা হয়।
নতুন কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্ব: সভাপতি: লামিয়া ইসলাম, সিনিয়র সহ-সভাপতি: আরাফাত শেখ সহ-সভাপতি: রাকিব হাসান মজুমদারসা, সাধারণ সম্পাদক: সোলায়মান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক: মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক: নাহিদ হাসান,।রাজনৈতিক সম্পাদক: লামিয়া আক্তার দফতর সম্পাদক: বাকি বিল্লাহ, স্বাস্থ্য সম্পাদক: মীর রায়ান ইসলাম, অর্থ সম্পাদক: তোহফাতুল আলফি
আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মেহদি হাসান শান্তক্রীড়া
সম্পাদক: হাসান রোমান
আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি
মিডিয়া ও প্রচার সম্পাদক: তালহা জুবায়ের
সংস্কৃতি ও গবেষণা সম্পাদক: সীমান্ত রহমান
শিক্ষা সম্পাদক: রেজওয়ানা রিশতা
এছাড়াও ১৫ জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
৮ দফা দাবির মধ্যে রয়েছে:শিক্ষা কমিশন গঠন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিরাপদ আবাসন, কর্মমুখী শিক্ষা, শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন, কওমী শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন দাবি।
সভাপতি লামিয়া ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামো ছাত্র-যুবদের উন্নতির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দায়িত্বশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন কাজ করে যাবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এডভোকেট হাসনাত কাইয়ূমসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।