ইসির অফিসিয়াল ইউটিউবে সিইসির বার্তা
‘বিশ্বের যেখানেই থাকুন, ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রথমবারের মতো প্রবাসীরা আধুনিক প্রযুক্তির সহায়তায় আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, পোস্টাল ভোট বিড নামের একটি মোবাইল অ্যাপ শিগগির চালু করা হবে। প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা এই অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে ভোট দিতে পারবেন।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করল সরকার
রেজিস্ট্রেশনের জন্য প্রবাসী ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্টের তথ্য ও প্রবাসের ঠিকানা জমা দিতে হবে। এছাড়া ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশনের মাধ্যমে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে।
সিইসি বলেন, ভোট প্রদানের পর প্রবাসীরা সেই ব্যালট খাম ডাকযোগে কমিশনের নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দেবেন। এতে করে দেশের বাইরে থেকেও অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখা সম্ভব হবে।
আরও পড়ুন: সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিতে পদক পাচ্ছেন ৬ পুলিশ কর্মকর্তা
নি আরও জানান, রেজিস্ট্রেশন ও ভোটদানের সব নির্দেশনা পাওয়া যাবে অ্যাপের ইন্সট্রাকশনাল ভিডিওতে, পাশাপাশি বাংলাদেশি দূতাবাস, নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও সরকারি গণমাধ্যম থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রবাসীদের এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, এটি আমাদের গণতান্ত্রিক যাত্রার প্রথম পদক্ষেপ। আসুন আমরা সবাই একসঙ্গে নিশ্চিত করি—বিশ্বের যেখানেই থাকি না কেন, বাংলাদেশের প্রতিটি কণ্ঠস্বর যেন নির্বাচনে প্রতিফলিত হয়।