বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৫৭ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দর্পণ-বিসর্জনের পর দুপুর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন মানে শুধু দেবীকে বিদায় দেওয়া নয়; মানুষের ভেতরের আসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠাই এ আচার পালনের মূল লক্ষ্য।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। শত শত ট্রাক প্রতিমা নিয়ে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে পলাশীর মোড় হয়ে সদরঘাটে পৌঁছে। শোভাযাত্রার পুরো পথে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা, আর রাস্তার পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ বিসর্জন প্রত্যক্ষ করেন।

বুড়িগঙ্গা ও তুরাগ নদীর বিভিন্ন ঘাটে একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। সড়কে পুলিশ টহল এবং নদীতে নৌপুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও দায়িত্ব পালন করে।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা বিসর্জন না দিয়ে প্রথা অনুযায়ী দেবীর ফুল, বেলপাতা ও ঘট বিসর্জন দেওয়া হয়। পরে শান্তিজল ধারণ করে ভক্তরা মিষ্টিমুখ করেন। রামকৃষ্ণ মিশনেও সন্ধ্যার পর প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।

এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় মণ্ডপের সংখ্যা ছিল ২৫৮টি। নির্বিঘ্ন উদযাপনের জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রায় প্রতিটি মণ্ডপে লাগানো হয় সিসিটিভি ক্যামেরা এবং ছিল স্বেচ্ছাসেবক দল।