চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশ: দারিদ্র্য বেড়েছে, কর্মসংস্থানেও ধস
চলতি অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। তবে একইসঙ্গে সংস্থাটি জানিয়েছে, দেশে দারিদ্র্যের হার বেড়েছে এবং কর্মসংস্থানের বাজারেও দেখা দিয়েছে স্থবিরতা।
মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় সংস্থাটির কার্যালয়ে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এ সময় বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২১ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কমে ৬০.৯ শতাংশ থেকে ৫৮.৯ শতাংশে নেমে এসেছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অতিরিক্ত ৩০ লাখ কর্মক্ষম মানুষ শ্রমবাজারের বাইরে চলে গেছেন, যার মধ্যে প্রায় ২৪ লাখই নারী। নারী শ্রমশক্তির এই পতনকে উদ্বেগজনক হিসেবে দেখছে সংস্থাটি।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন
এছাড়া গত এক বছরে মোট কর্মসংস্থান প্রায় ২০ লাখ কমেছে। বর্তমানে দেশের মোট কর্মরত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখে (৬৯.১ মিলিয়ন)। ফলে কর্মসংস্থান-জনসংখ্যা অনুপাত ২.১ শতাংশ পয়েন্ট কমে ৫৬.৭ শতাংশে নেমে এসেছে।
বিশ্বব্যাংক বলছে, অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং নারী শ্রমশক্তির অংশগ্রহণ হ্রাসের কারণে বাংলাদেশের সামগ্রিক শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে, যা ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।





