ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, জরিমানা ১০ হাজার

Sadek Ali
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার কালাইশ্রীপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।  

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

অভিযানে দেখা যায়, বাড়ির অভ্যন্তরে লোক চক্ষুর আড়ালে  বিভিন্ন মিষ্টির দোকান হতে বর্জ্য হিসাবে প্রাপ্ত গাদের সহিত চিনি রং মিশ্রণ করে অত্যন্ত স্বাস্থ্যকর প্রক্রিয়ায় গুড় তৈরি করছিল। 

এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং  এ প্রক্রিয়ায় গুড় তৈরি বন্ধে নির্দেশ পালন করা হয়। গুড় তৈরির যাবতীয় উপকরণ ধ্বংস করে দেওয়া হয়। 

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন