আগামী ৫ বছরে অর্ধেকের বেশি মামলার জট কমবে: আসিফ নজরুল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৫২ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের অর্ধেকের বেশি মামলার জট কমিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আরও বলেন, এই মামলার জটের অন্তত এক-তৃতীয়াংশ লিগ্যাল এইডের কার্যকর ব্যবহারের মাধ্যমে কমানো যেতে পারে।

আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয়; সংস্কার মানে আইনের পরিবর্তন। এটি রাতারাতি সম্ভব নয়, ধাপে ধাপে এগোতে হবে।

আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিনি জানান, আইন মন্ত্রণালয় বর্তমানে ২১টি রেফর্ম (সংস্কার) বাস্তবায়নে কাজ করছে। তিনি আরও বলেন, “ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।

ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে এসব উদ্যোগ পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করবে। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।