শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক
‘আমরা একটা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গণমাধ্যম ও সংশ্লিষ্টদের উদ্দেশে অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। তিনি পরিস্থিতিকে জরুরি অবস্থা উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো বার্তায় নির্বাহী পরিচালক বলেন, আমরা এখন একটা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি। শাহজালাল বিমানবন্দরের ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একযোগে কাজ করছে। সাংবাদিক ভাইদের বলব— এই মুহূর্তে ফোন দিয়ে আমাদেরকে ডাইভার্ট করবেন না। সময় অনুযায়ী তথ্য দেওয়া হবে। দয়া করে আমাদেরকে জরুরি পরিস্থিতি নিরাপদে মোকাবেলার সুযোগ দিন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
এর আগে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ আগুন লাগে। প্রথমে বিমানবন্দর ফায়ার ইউনিট ও বিমানবাহিনীর দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ দেয়।
সবশেষ তথ্য অনুযায়ী কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে এবং আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে