ইসিকে নিয়ন্ত্রণের ‘রিমোট অন্য কারও হাতে’: হাসনাত আবদুল্লাহ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, নির্বাচন কমিশন (ইসি) নিজ সিদ্ধান্তে কাজ করছে না; বরং ‘রিমোট কন্ট্রোল’ রয়েছে অন্য কারও হাতে।

রোববার (১৯ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন: ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশের অনুমতি

তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না। কমিশনের রিমোট অন্য কারও হাতে। তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

শাপলা প্রতীক বরাদ্দ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তারা তা দিতে না পারার কোনো আইনগত ব্যাখ্যাও দেখাতে পারেনি।

আরও পড়ুন: বিমানবন্দর অগ্নিকাণ্ডে ফ্লাইট বিপর্যয়ের মাশুল সরকার মওকুফ করবে: বাণিজ্য উপদেষ্টা

এদিন এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। তবে বৈঠকে জানানো হয়, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী অফিসিয়াল প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

ইসির নির্দেশনা অনুযায়ী বিদ্যমান ৫০টি প্রতীকের তালিকা থেকে প্রতীক নেওয়ার শেষদিন আজ। নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প প্রতীকে সম্মতি না দিলে, কমিশন নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী এনসিপিকে প্রতীক বরাদ্দ করবে।

এর আগে প্রতীক বরাদ্দ সংক্রান্ত চিঠিতে তালিকা থেকে প্রতীক বাছাইয়ের সুযোগ দেওয়া হয়েছিল এনসিপিকে। তবে দলটি বলছে, শাপলা ব্যতীত অন্য কোনো প্রতীকেই তারা নিবন্ধন নেবে না।