বাংলাদেশ-নেদারল্যান্ডস পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। নেদারল্যান্ডসের স্থানীয় সময় সকালে হেগে এই বৈঠক শুরু হয়েছে।

এ বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তিগত সহায়তা, পানি ব্যবস্থাপনা ও ডেল্টা প্ল্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে খালেদা জিয়া ও তারেক রহমানকে

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, আর নেদারল্যান্ডসের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিদেশি বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সহকারী মন্ত্রী আউকে ডেভরিজ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে গণতান্ত্রিক সংস্কার, মানবাধিকার, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা, অভিবাসন ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পানি ব্যবস্থাপনা ও ডেল্টা প্ল্যান বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

আরও পড়ুন: সিটিসেলের সাবেক সিএফও সাজ্জাদ রহিম চৌধুরী গ্রেফতার

ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, সম্প্রতি ইতালি সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। রোম সফর শেষে তিনি সরাসরি হেগে পৌঁছান।

পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম নেতৃত্বাধীন বৈদেশিক দ্বিপাক্ষিক বৈঠক, এর আগে তিনি তুরস্কে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পানি ব্যবস্থাপনা, ডেল্টা প্ল্যান, কৃষি, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক সহযোগিতা বৈঠকের মূল আলোচ্য। পাশাপাশি গণতান্ত্রিক সংস্কার, জাতীয় নির্বাচন, মানবাধিকার, রোহিঙ্গা ইস্যু, অভিবাসন, এবং জাতিসংঘসহ বৈশ্বিক প্ল্যাটফর্মে পারস্পরিক সমর্থন নিয়েও আলোচনা হতে পারে।

হেগে কর্মরত এক বাংলাদেশি কূটনীতিক বলেন, নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের কাজের অনেক সম্ভাবনা রয়েছে। দুই দেশ ইতোমধ্যে দ্বৈত কর এড়ানো চুক্তি সই করেছে। তৈরি পোশাক রপ্তানি নেদারল্যান্ডসে বাংলাদেশের প্রধান বাণিজ্য পণ্য, এ খাতের সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনা ও ডেল্টা প্ল্যান নিয়ে নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে কাজ করছে। দেশে ৫০টিরও বেশি ডাচ এনজিও সক্রিয়। আগের সরকার মেয়াদের শেষদিকে ডেল্টা প্ল্যানের আওতায় প্রায় ৮০টি প্রকল্প ছিল, যা সরকার পরিবর্তনের পর কিছুটা স্থবির হয়ে পড়ে। এবারের বৈঠকে এই ইস্যুতে নেদারল্যান্ডস জোর দেবে।

তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে। নেদারল্যান্ডস রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে, তবে বিদেশি সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আলোচনায় বিষয়টি বাংলাদেশ পক্ষ তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।