মালিবাগের ৫০০ ভরি স্বর্ণ চুরি: ডিবির হাতে চার চোর

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:২৪ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় অবশেষে রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তথ্য ও মামলার সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: হোটেলে ঢুকে স্বামী-স্ত্রীর ভিডিও ধারণ, অভিযুক্তকে ১৪ দিনের কারাদণ্ড

ডিএমপির মিডিয়া উইং জানায়, গ্রেপ্তার চারজনই সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা স্বর্ণালংকারগুলো শম্পা জুয়েলার্সের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

গত ৮ অক্টোবর রাতে মালিবাগে ফরচুন শপিং মলে অবস্থিত শম্পা জুয়েলার্সে তালা ভেঙে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়। সিসিটিভি দেখা যায়, বোরকা পরা দুই ব্যক্তি দোকানে প্রবেশ করে চুরি করছে।

আরও পড়ুন: ডিবির অভিযানে ওবায়দুল কাদেরের ভাইসহ ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

ঘটনার পর র‌্যাব, ডিবি ও স্থানীয় থানা পুলিশ তদন্তে নামে। জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজুস দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিল। অবশেষে ডিবির অভিযানে চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারের মাধ্যমে ব্যবসায়ীদের উদ্বেগের অবসান ঘটেছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারদের পরিচয়, চুরির কৌশল এবং উদ্ধার স্বর্ণের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।