ইসি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, যুবক আটক
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ককটেল সদৃশ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই শুভ (১৭) নামের এক যুবককে ধাওয়া করে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান সাংবাদিকদের জানান, তিনজন যুবক একটি মোটরসাইকেলে করে ইসির সামনে আসে। পরে তারা ভবনের দিকে ককটেল ছুড়ে দিলে সঙ্গে সঙ্গেই সেটির বিস্ফোরণ হয়। এরপর তারা পালানোর চেষ্টা করলে পুলিশের টহল দল ধাওয়া করে শুভকে আটক করতে সক্ষম হয়।
ডিসি বলেন, আটককৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকজনের নাম জানিয়েছে। তাদের ধরার জন্য অভিযান চলছে।
আরও পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হতে পারে বলে প্রশ্ন উঠলে তিনি বলেন, “এটি পরিকল্পিতভাবে কিছু দুষ্কৃতিকারী ঘটিয়েছে। এটি কোনো সামগ্রিক পরিস্থিতির প্রতিফলন নয়। মানুষ আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিরাপত্তা বাহিনী সবসময় সতর্ক রয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ এবং সংশ্লিষ্ট ইউনিটগুলো অভিযানে রয়েছে।





