যত বাধাই আসুক ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে : ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাই কার্যক্রম চালাচ্ছে। যত বাধাই আসুক না কেন, আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচন কঠোর নিরাপত্তার চাদরে ডেকে ফেলার নির্দেশ
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “ঘোলা পানিতে মাছ শিকারের জন্য একদল লোক সব সময় চেষ্টায় থাকে। তারা বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায় এবং সরকারকে বিব্রত করতে চায়। এসব বিষয়ে নির্বাচন কমিশন সতর্কভাবে কাজ করছে।”
তিনি স্বীকার করেন, নির্বাচন নিয়ে দাবিদাওয়া ও আন্দোলন চলবে, তবে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব দাবিদাওয়া বিবেচনা করা হচ্ছে। “নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে,” বলেন তিনি।
আরও পড়ুন: দেশে ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়িয়েছে
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।





