বিএনপি বহিষ্কৃত ও পদত্যাগ করা ৪০ নেতার পদ পুনর্বহাল করলো
দলীয় সিদ্ধান্ত অমান্য ও স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ায় বহিষ্কৃত বিএনপির ৪০ নেতার পদ পুনর্বহাল করেছে বিএনপি। রোববার বিকালে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরে প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় বিভিন্ন ওয়ার্ডের নেতাদের বহিষ্কার করা হয়েছিল। আবেদনকারীদের অনুরোধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
পদ ফিরিয়ে পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন: সৈয়দ তৌফিকুল হাদী, মুফতি কমর উদ্দিন কামু, মিজানুর রহমান মিঠু, মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন, শাহেদ সিরাজ, ফরহাদ চৌধুরী শামীম, সাঈদুর রহমান জুবের, আব্দুর রহিম মতছির, নজরুল ইসলাম মুনিম, মুজিবুর রহমান, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, সালমান চৌধুরী শাম্মী, বদরুল আজাদ রানা, মামুনুর রহমান মামুন, হুমায়ুন কবির সুহিন, অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ, সেলিম আহমদ রনি, আলী আব্বাস, গোলাম মোস্তফা কামাল, সাহেদ খান স্বপন, জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া, সানর মিয়া, আব্দুল মুকিত, অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর, দুলাল আহমদ, গউছ উদ্দিন পাখী, দেলওয়ার হোসেন নাদিম, দিলওয়ার হোসেন জয়, উসমান হারুন পনির, আলতাফ হোসেন সুমন, আব্দুল হাছিব, সুমন আহমদ সিকদার, সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেলী, রুহেনা বেগম মুক্তা, অ্যাডভোকেট জহুরা জেসমিন, কামরুন নাহার পিন্নি ও নেহার রঞ্জন পুরকায়স্থ।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে দল থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন। আবেদন করার পর তার প্রাথমিক সদস্য পদও পুনর্বহাল করা হয়েছে।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে নিহত আহত পরিবারকে তারেক রহমানের পক্ষে ড. এম এ কাইয়ুমের সহায়তা





