প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন
জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা নিজেই তাঁর স্বাক্ষর করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, “জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং এই ভাষণের মাধ্যমে সেটি লঙ্ঘন করেছেন। আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া।”
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
তবে জুলাই সনদ কীভাবে লঙ্ঘন হয়েছে—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি এই বিএনপি নেতা। তিনি জানান, দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই; তিনি কেবল অধ্যাদেশ জারি করতে পারেন।
আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন
এর আগে দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দেন যে, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না; বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।”
সেই ভাষণে তিনি আরও জানান, গত নয় মাস ধরে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংবিধানের ৩০টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, যা ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক।
প্রধান উপদেষ্টা ভাষণে জুলাই সনদের আলোকে গণভোটের প্রশ্নটিও পাঠ করে শোনান। ওই প্রশ্নে তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, নারীর প্রতিনিধিত্ব, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যা ৭টায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণ এবং রাজনৈতিক পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।





