ভূমিকম্প পরবর্তী স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ
ভূমিকম্পের পর নরসিংদীর ঘোড়াশালের সাবস্টেশনসহ মোট সাতটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে জরুরি রক্ষণাবেক্ষণ শেষে ছয়টি কেন্দ্র এবং ঘোড়াশাল সাবস্টেশন পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি।
পিডিবি জানায়, বিবিয়ানা-৩ এর ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন স্টিম টারবাইনটি জাতীয় গ্রিডে যুক্ত করার প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরই উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে অধিকাংশ বন্ধ হয়ে যাওয়া কেন্দ্র থেকেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে, ফলে পরিস্থিতি এখন স্বাভাবিক।
আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক
এর আগে সকালে ঘটে যাওয়া ভূমিকম্পে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর মধ্যে ছিল—বিবিয়ানা-২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা-৩ (বিপিডিবি) এসটি ১৩৪ মেগাওয়াট, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি ৭৫ মেগাওয়াট, আশুগঞ্জ প্রিসিশন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউনিট-২ এর ৬০০ মেগাওয়াট এবং সিরাজগঞ্জ ইউনিট-১ এর ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটির ৭৫ মেগাওয়াট।
ভূমিকম্পের ফলে নরসিংদীর ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএসসহ সবগুলো ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা





