শুক্রবার প্রকাশ হচ্ছে না পত্রিকা

হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বন্ধ প্রথম আলো ও দ্য ডেইলি স্টার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার জেরে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে শুক্রবার (পরদিন) পত্রিকা দুটি ছাপা আকারে প্রকাশ হচ্ছে না। একই সঙ্গে প্রায় বন্ধ হয়ে গেছে তাদের অনলাইন কার্যক্রমও।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, রাতের আকস্মিক হামলার পর নিরাপত্তাজনিত কারণে দ্রুত সব কর্মীকে অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এতে করে অফিসের স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে।

আরও পড়ুন: বিমানে উঠেছে হাদির কফিন: ইনকিলাব মঞ্চ

কর্তৃপক্ষ জানায়, এই পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও মুদ্রণ—কোনো কার্যক্রমই চালানো সম্ভব হয়নি। ফলে শুক্রবার ছাপা পত্রিকা প্রকাশ করা যাচ্ছে না। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কয়েকশ’ বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা অফিস ভবনে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে।

আরও পড়ুন: হাদি হত্যার প্রতিবাদে সাইন্সল্যাব অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভে অচল সড়ক

হামলার সময় পত্রিকা দুটির বেশ কয়েকজন সাংবাদিক ও কর্মী ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারীদের সরিয়ে দেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনের ভেতরে আটকা পড়া কর্মীদের নিরাপদে উদ্ধার করে।