রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া আগ্নেয়াস্ত্র লাইসেন্স আবেদন না নেওয়ার নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) ও সংসদ সদস্য পদের প্রার্থী ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আবেদন জমা না নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তবে এখন পর্যন্ত কতটি আবেদন জমা পড়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো জেলা প্রশাসকদের পক্ষ থেকে কোনো চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ে পৌঁছায়নি।
তিনি বলেন, আবেদন করলেই তা অনুমোদন হবে না। জেলা প্রশাসকরা আবেদনগুলো যাচাই-বাছাই করে একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন। এরপর সেই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
একাধিক রাজনীতিক ও সংসদ সদস্য প্রার্থীর গানম্যান ও অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত নিরাপত্তা, গানম্যান বা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত আবেদন খুব বেশি জমা পড়েনি। প্রাথমিকভাবে আনুমানিক ১৫টি রাজনৈতিক আবেদন এবং প্রায় ২৫ জন সরকারি কর্মকর্তার আবেদন রয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভবত চলতি অথবা আগামী সপ্তাহে বৈঠকের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর সম্পাদকসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা জুলাই আন্দোলনের সম্মুখ সারির ২০ জন নেতা ও বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের সরকারিভাবে ‘গানম্যান’ দেওয়া হয়েছে।
তবে তিনি প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদক ছাড়া অন্য কারও নাম প্রকাশ করেননি।
এ বিষয়ে একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানান, গানম্যান মূলত সিভিল ড্রেসে দায়িত্ব পালনকারী নিরাপত্তাকর্মী। কাকে গানম্যান দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ গোপনীয় বিষয়। এ ধরনের তথ্য প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে সোর্সের বরাতে গানম্যানপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাগুলো সঠিক না ভুল—এ বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। তবে গণমাধ্যমকর্মীদের বিষয়টি দায়িত্বশীলতার সঙ্গে বিবেচনার আহ্বান জানান। তবে ইউনিফর্ম পরিহিত গানম্যান সংক্রান্ত তথ্য প্রকাশে কোনো আপত্তি নেই, কারণ তা দৃশ্যমান।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ ডিসেম্বর সিংগাপুরে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সিংগাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরপরই প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর থেকে সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।