আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৩ | আপডেট: ১:০৯ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। এরই মধ্যে সেখানে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। মঙ্গলবার দুপুর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তারা সমাবেশস্থল ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশে রওনা হবেন। ‘বিএনপি-জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ আয়োজন করেছে।

আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

সরেজমিনে দেখা যায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও এর অন্তর্গত ইউনিট, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। শোভাযাত্রার কারণে রমনা পার্ক সংলগ্ন রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।