জাপার বাস্তবায়ন কমিটি ঘোষণা কাল
জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন ও বর্ধিতসভাকে সামনে রেখে আগামীকাল রোববার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলের চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাপার মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: তড়িঘড়ি করে দুটি আইন পাশ করাতে চায় সরকার: ফখরুলের প্রতিবাদ
এতে বলা হয়, রবিবার সকাল ১১ টায় রাজধানীর গুলশানে পার্টির চেয়ারম্যানের বাসভবনে জাপা বিট ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রওশন এরশাদ। এসময় তার সঙ্গে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির অনেক শীর্ষ নেতৃবৃন্দ, যা সংবাদমাধ্যম ও পার্টির তৃণমূল নেতাকর্মীদের জন্য চমকও বটে।
উল্লেখ, জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন সর্বাত্বক সফল করতে এবং পার্টির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে গত কদিন ধরে কাজ করে যাচ্ছেন দলের মহাসচিব কাজী মামুনূর রশিদ। পার্টির সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। দফায় দফায় শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন মহাসচিব। তাকে এসব বিষয়ে সহযোগিতা করছেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন, জাপার মূখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ঢাকা মহানগর উত্তর জাপার আহবায়ক ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, বিশিষ্ট রাজনৈতিক গবেষক ও বিশ্লেষক খন্দকার মনিরুজ্জামান টিটু, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া, দলের যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, জাপা নেতা খোরশেদ আলম খোশু, পীরজাদা জুবায়ের আহমেদ, সাবেক ছাত্র নেতা আবুল হাসান আহমেদ জুয়েল ও শেখ রুনা প্রমুখ।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
এরইমধ্যে সারাদেশ থেকে অধিকাংশ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশেষ করে প্রেসিডিয়ামের শীর্ষ নেতৃবৃন্দের একটি বড় অংশ এরইমধ্যে সম্মেলনের নানা দিক নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। তারা অনেকেই অনানুষ্ঠানিকভাবে মহাসচিবের সঙ্গে বিভিন্ন ইস্যূ নিয়ে দফায় দফায় বৈঠক করছেন।





