প্রধানমন্ত্রীর উস্কানীমূলক বক্তব্য নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে: ইসলামী আন্দোলন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৪ | আপডেট: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে বর্তমান ডামি সরকার এমন মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বক্তব্য চরম উস্কানীমূলক। ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীর মত দেশের নির্বাহী প্রদানের জায়গায় থেকে যে বক্তব্য দিয়েছেন তা তাঁর দায়িত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আশ্বস্ত করার পরিবর্তে উল্টো উত্তেজিত করে তুলেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই ছাত্রলীগ সারাদেশে লাঠিয়াল ভুমিকায় অবতীর্ণ হয়ে নিরীহ শিক্ষার্থীদের রক্তাক্ত ও খুন করে। এ হত্যাকান্ডের দায়ভার সরকার কোনভাবেই এড়াতে পারে না।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিযাম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, আব্দুল আউয়াল মজুমদার।

আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আহত শত শত শিক্ষার্থী রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে ছাত্রলীগের ন্যাক্কারজনক আক্রমনের শিকার। এ নিমর্মতা ইসরাইলী বর্বরতাকেও হার মানায়। তিনি বলেন, সরকারের সর্বত্র দুর্নীতি ও ব্যর্থতাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই বৈষম্যবিরোধী আন্দোলনরত ৯০ভাগ শিক্ষার্থীকে রাজাকার আখ্যা দিয়ে সন্ত্রাসী ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে। এধরনের অপচেষ্টা সরকারের জন্য বুমেরাং হবে। তিনি অবিলম্বে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। সেইসাথে মজলুম শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য দেশবাসীকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।