জিএম কাদেরসহ জাপা নেতাদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মানববন্ধন

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ বিরোধী জনতা।
বুধবার রাজধানীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
ফ্যাসিবাদ বিরোধী জনতার সমন্বয়ক এমএ আরিফের সভাপতিত্বে এতে সহ সমন্বয়ক নাজমুল হাসান, তুহিন মাহমুদ, জহির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচিতে সমন্বয়ক আরিফ বলেন, দেশের নিরপরাধ ছাত্রজনতাকে হত্যা করে স্বৈরাচার হাসিনা যে অপরাধ করেছেন, সে একই অপরাধে অপরাধী জাতীয় পার্টি। পতিত অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখার আওয়ামী সরকারের নীল নকশা বাস্তবায়নে অন্যতম সহযোগী ছিলো জাতীয় পার্টি।
আরও পড়ুন: একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যানসারে পরিণত করেছে: রিজভী
তিনি বলেন, ১৪ জানুয়ারি দিনের ভোট রাতে করেছে এই জাতীয় পার্টিও। আজকে প্রতারক জিএম কাদের বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। সত্যিই যদি তিনি পক্ষে থাকতেন তাহলে প্রথমেই যখন রংপুরে আবু সাঈদ শহীদ হোন তখন যদি এর প্রতিবাদে জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করতো তাহলে আজকে হাজারো ছাত্রজনতাকে প্রাণ দিতে হতো না। আসলে ক্ষমতার মোহই জিএম কাদেরের কাছে মূখ্য।
বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর হিসেবে মেনন-ইনুর যদি সাজা হয় তাহলে জাতীয় পার্টির জি এম কাদের, আনিসুল ইসলাম মামুদ এবং মজিবুল হক চুন্নুর কেনো বিচার হবে না?আজকে হত্যা মামলার আসামী হয়েও জিএম কাদের যখন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন উপদেষ্টার বৈঠক করেন তখন খুনী অপরাধীদের সঠিক বিচার নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।
মানববন্ধনে জিএম কাদেরসহ শেখ হাসিনার দোসরদের বিচারের দাবি আগামী রবিবার মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।