৪৮ ঘন্টার মধ্যে ষড়যন্ত্রকারী রাষ্ট্রপতি পদত্যাগ না করলে বঙ্গভবন ঘেরাও করবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম

ষড়যন্ত্রকারী রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবীতে আজ বাংলাদেশ ইয়ূথ ফোরাম কর্তৃক এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি জনাব মুহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে মিছিলটি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিজয় নগর মোড় হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জনাব মুহাম্মদ সাইদুর রহমান বলেন, 'খুনী হাসিনার অবৈধ পার্লামেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু আজ বাংলাদেশকে নিয়ে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি ক্রমাগত মিথ্যাচার করে দেশ ও জাতিকে আজ এক গভীর সংকটে নিপতিত করেছে। তিনি পতিত হাসিনাকে বৈধতাদানের অপচেষ্টায় লিপ্ত হয়ে নিজের শপথ ভঙ্গ করেছে বিধায় রাষ্ট্রপতি পদে থাকার সকল যোগ্যতা ও নৈতিকতাই তিনি হারিয়েছে।'
জনাব সাইদুর রহমান রাষ্ট্রপতির উদ্দেশ্যে বলেন যে, 'চুপ্পু শত-সহস্র শহীদের প্রাণ ও রক্তের সঙ্গে অনবরত বিশ্বাসঘাতকতা করেই যাচ্ছে। তাই তাদের জীবনের বিনিময়ে প্রাপ্ত এই নতুন বাংলাদেশের সর্বোচ্চ অভিভাবক পদে চুপ্পু বড়ই বেমানান। এই ষড়যন্ত্রে চুপ্পুর সঙ্গে জড়িত আলী ইমাম মজুমদারগংকেও সকল পদ ও দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।'
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন যে, 'খুনী হাসিনার পেটুয়া বাহিনী ছাত্রলীগ ও দোসর জাতীয় পার্টিকেও রাজনীতি থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। নয়তো বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে না।'
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ'র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কাজী ছাব্বির, তোফায়েল আহমেদ কায়সার, শেখ ইকবাল হাসান স্বপন, মনোয়ার হোসেন বেগ, বিপ্লব হোসেন, আল-আমিন, শাহীন রেজা টিপু ও শরীফুল ইসলাম শরীফসহ প্রমূখ নেতৃবৃন্দ।