আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার (৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এর আগে গত ৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অব্যাহতির আবেদন করেন। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করে সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসরের তিন বছর আগে নির্বাচনে অংশ নিতে পারবেন না

কারাগারে থাকা আসামিরা, এই মামলার ৬ জন আসামি বর্তমানে ট্রাইব্যুনালের কারাগারে রয়েছেন। তারা হলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়,ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী এবং আরও দুজন যাদের নাম চার্জশিটে রয়েছে।

গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী। এই হত্যাকাণ্ড ঘিরেই চলমান গণঅভ্যুত্থান ও সরকারের পতনের সূত্রপাত ঘটে বলে মনে করেন বিশ্লেষকরা। মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে।

আরও পড়ুন: লে. কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরু

চতুর্থ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিচ্ছেন প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে তিনজন সাক্ষী তাদের সাক্ষ্য ও জেরা শেষ করেছেন।