জীবন দিয়ে হলেও জাতীয় পার্টি মহাসমাবেশ করবে: জিএম কাদের

বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৪ | আপডেট: ১:০৮ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জীবন দিয়ে হলেও জাতীয় পার্টি আগামীকাল শনিবার মহাসমাবেশ করবে।

শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।

আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম

গতকাল রাজধানীর বিজয়নগরে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার পর আজ জি এম কাদের বলেন, আমরা আগামীকাল (২ নভেম্বর) একটি সমাবেশের আয়োজন করেছিলাম, সেই আয়োজনকে ঘিরে গতকাল রাতে ছাত্রজনতার ব্যানারে ছাত্র অধিকার পরিষদের একজন নেতা বেনিয়ামিন মোল্লার নেতৃত্বে একটি দল জাতীয় পার্টি অফিসে ভাঙচুর করেছে, আমরা এর তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাই। আমরা জানতে পারি, পরে নাগরিক কমিটির ব্যানারে মনির, ইসমাইল, আনোয়ারের নেতৃত্বে আরেকটি দল আমাদের পার্টি অফিসে হামলা করে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। আমরা মহাসমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে বৈধভাবে অনুমতি নিয়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। একটি কুচক্রী মহল আগামীকালের যে মহাসমাবেশ নির্ধারিত ছিল, সেটা নস্যাৎ করতে তারা পরিকল্পিতভাবে এই হামলা করেছে। জাতীয় পার্টি জীবন দিয়ে হলেও সেই সমাবেশ করবে।
সব ক্ষেত্রে আওয়ামী লীগের দুঃশাসন চলছে জানিয়ে জিএম কাদের বলেন, যারা জীবনে সংসদে যায়নি, তাদের আস্ফালনে আমরা ভিত নই। জনগণের মনে আমাদের যে জায়গা আছে তা কেউ ধ্বংস করতে পারবে না।
আন্দোলনের ফসল সত্যিকারভাবে পাচ্ছি না জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, আমরা আওয়ামী লীগের মতো বিভাজনের প্রতিফলন দেখতে পাচ্ছি। নিরপরাধ হাজার হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। প্রধান উপদেষ্টাকে বলব, আপনি সবাইকে সমান চোখে দেখেন। যাদের নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে, তাদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে।

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

দলীয়করণ মুক্ত করতে গিয়ে কি পুনরায় দলীয়করণ হচ্ছে না- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, দেশের স্থিতিশীলতার প্রয়োজন আছে। আইনশৃঙ্খলা, চাকরি, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নেই। আল্লাহ ছাড়া কারো নিরাপত্তা পাইনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির রেজাউল করিম ভূঁইয়া, দলটির, অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের।