ব্যাপক নিরাপত্তায় ফিরোজায় প্রবেশ করলেন খালেদা জিয়া

Sadek Ali
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ন, ০৬ মে ২০২৫ | আপডেট: ৮:৩০ পূর্বাহ্ন, ১৩ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লন্ডনে চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর ১ টা ২৬ মিনিটে দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রীকে নিয়ে বাসাটিতে প্রবেশ করেন খালেদা জিয়া।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়া। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়িতে করে ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এদিকে, খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে বিপুন নেতা-কর্মীরা এদিন সকাল থেকে ফিরোজার সামনে অবস্থান নেন। খালেদা জিয়ার বহনকারী গাড়ি বাসাটির সামনে আসলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গুলশানের সড়কটি। খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে এদিন ফিরোজার সামনে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিরাপত্তা দিতে দেখা যায়।

এর আগে লন্ডনের গ্রিনিচ সময় গতকাল সোমবার বিকাল ৪টা ১০মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া। যাত্রাপথে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি। সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ৬ মে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে বহন করা কাতার আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।