রাতের ভোটের ৭৬ ওএসডি পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্তি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৯ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশের ওএসডি হওয়া ৭৬ জন ডিআইজি অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারকে ওএসডি আদেশ প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্তি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ উইংয়ের  উপসচিব মাহবুর রহমান স্বাক্ষরিত  এক প্রজ্ঞাপনে বুধবার এই আদেশ জারি করা হয়।  

এর আগে সরকারের ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের  সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে ওএসডি করা হয়েছিল।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা হিসেবে তারা প্রতিদিন দুইবার পুলিশ কন্ট্রোল রুমে হাজির থাকতে নির্দেশনা দেওয়া হয়েছিল।  নতুন এই প্রজ্ঞাপনে তাদেরকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের বহুল আলোচিত রাতের ভোটের আয়োজনের মূল অভিযুক্ত।

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন স্বাধীন



আরও পড়ুন: রংধনু গ্রুপের মালিক আন্ডা রফিকের ৮৭৮ কোটি টাকা পাচারে মামলা ও সম্পত্তি ক্রোক