সেনা প্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ন, ২২ মে ২০২৫ | আপডেট: ৫:১৯ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- মর্যাদা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ধারক নিবন্ধিত রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ  World humanity revolution , Bangladesh দেশ রক্ষায় জনগণের আস্থাস্পদ সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে সময়পযোগী বলে স্বাগত ও সমর্থন জানিয়েছে।

World humanity revolution , Bangladesh বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক বিবৃতিতে বলেন, সেনাবাহিনী প্রধানের বক্তব্য দেশের চলমান  বিণাশী সংকটে বিক্ষুব্ধ ও মর্মাহত মজলুম জনগণের মনের বেদনা ই প্রতিধ্বনিত হয়েছে।

আরও পড়ুন: উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি

আল্লামা ইমাম হায়াত বলেন, দেশ ও জনগণের জীবনের স্বাধীনতা ও গণতন্ত্র একদিকে অভ্যন্তরীণভাব যেমন ধর্মের নামে অধর্ম উগ্রবাদি জংগীবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির জবরদখলে বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে তেমনি বিদেশী অপশক্তির হীনস্বার্থের জবরদখলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আতংক দেখা দিয়েছে।দেশ-ধর্ম-গণতন্ত্র-জীবনের নিরাপত্তা- জীবনের স্বাধীনতা রক্ষায় শুধু সেনাবাহিনী নয় রাষ্ট্র ও জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সকল মানুষকে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে বলেন, একমাত্র মানবতার রাজনীতিই সকল মীরজাফরদের ষড়যন্ত্র থেকে রাষ্ট্র-ধর্ম- গণতন্ত্র ও জীবনের সুরক্ষার রক্ষাকবচ।

দেশ রক্ষায় সঠিক নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল জবাবদিহি সরকারের জন্য পক্ষপাতমুক্ত ও দলনিরপেক্ষ নির্বাচনী সরকার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: বিএনপির কাছে নিরপেক্ষ মানুষও ভালো কিছু প্রত্যাশা করে: তারেক রহমান