‘ক্ষমতায় এলে জুলাই শহিদ ও আহতদের দায়িত্ব নেবে বিএনপি’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের সব শহিদ ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে।
শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় শহিদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
আরমান মোল্লার পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, শহিদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিলো সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার করতে পারেনি পুরোপুরি।
কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। এ সময় আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন বিএনপির এই নেতা
আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি
প্রসঙ্গত দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে— “চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ আরমান মোল্লা’র ছেলে-মেয়ের ঠাঁই হলো এতিমখানায়” এমন নিউজের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান*-এর নির্দেশনায় শহিদ আরমান মোল্লা’র পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম ও সদস্য মাসুদ রানা লিটন।
এসময় শহিদ আরমান মোল্লা’র স্ত্রীর খোঁজ-খবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়া হয় অসহায় এই পরিবারের প্রতি এবং শহিদ আরমান মোল্লা’র সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২১ জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নরসিংদীতে শহিদ হন আরমান মোল্লা।