তারেক-ইউনূস বৈঠক গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচন সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রিজভী

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:২২ অপরাহ্ন, ১২ জুন ২০২৫ | আপডেট: ১০:৪৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন বৈঠককে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেছেন যে, এই বৈঠকটি আগামী নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দাবি করেন।

রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার ‘ষোলো আনা প্রভুত্ব’ এবং ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় খড়কুটো কুড়াতে হচ্ছে’ এমন পরিস্থিতিতে তারেক-ইউনূসের এই বৈঠক অত্যন্ত জরুরি। তিনি জোর দিয়ে বলেন, “আগামীকালের বৈঠকে নির্বাচন সংস্কার ও অনাদিকাল পর্যন্ত গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও অভিযোগ করেন যে, আওয়ামী লীগ নেতারা ‘উন্নয়নের নামে’ যে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, সেই বিষয়টি আড়াল করতেই তারেক-ইউনূস বৈঠক নিয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে। তিনি সাইফুজ্জামানের সম্পদের বিষয়টি সামনে এনে বলেন, নিজেদের অপকর্ম আড়াল করার জন্যই এই অপপ্রচার। রিজভী আহমেদ পাচারকৃত অর্থ নিয়ে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাসকারীদের বিচারের দাবি জানান।

আলোচনার এক পর্যায়ে তিনি বিদেশি নাগরিকদের বাংলাদেশি বলে ভারত কর্তৃক ‘পুশইন’ করার বিষয়টিও উল্লেখ করেন।

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান