আবার গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা

প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ-অভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৫
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবিঃ সংগৃহীত
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে ‘জুলাই গণ-অভ্যুত্থানের পতাকা’ উড়বে। এ মাটি মুজিববাদীদের হতে দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

আরও পড়ুন: উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি

ফেসবুক পোস্টে তিনি বলেন, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। সারা দেশের মতো গোপালগঞ্জের মানুষও ফ্যাসিবাদ ও মুজিববাদী দমন-পীড়নের শিকার। আমরা গোপালগঞ্জ ও সারা বাংলাদেশকে মুক্ত করব। আওয়ামী লীগ একটি সন্ত্রাসবাদী সংগঠন হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ পথসভা করেছি। সন্ত্রাসীরা আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। চারজন শহীদ হয়েছেন। তাদের রক্তের শপথ নিয়ে বলছি, গোপালগঞ্জে আবার ফিরব। গ্রামে গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জ হবে বাংলাদেশপন্থীদের।

আরও পড়ুন: বিএনপির কাছে নিরপেক্ষ মানুষও ভালো কিছু প্রত্যাশা করে: তারেক রহমান

নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সঠিক সময় ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকত। কিন্তু এখনো বিচার না করে সন্ত্রাসীরা জামিনে বের হচ্ছে কিংবা পালিয়ে যাচ্ছে। এটি মেনে নেওয়া যায় না।

তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মকসুদপুর, কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর রয়েছে। আমরা সেই মাটিকে মুজিববাদীদের হতে দেব না। শহীদ বাবু মোল্লা ও শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জ পুনরুদ্ধার করব।

পোস্টের শেষে তিনি বলেন, “যারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। ফরিদপুরের পদযাত্রায় আবার দেখা হবে।