গোপালগঞ্জে কারফিউ শিথিল, বাজারে মানুষের ভিড়; গ্রেপ্তার আতঙ্ক রয়ে গেছে

গোপালগঞ্জে চলমান কারফিউ শিথিল করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ আংশিকভাবে শিথিল থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে সকাল থেকেই বাজার ও রাস্তাঘাটে লোকসমাগম বাড়তে শুরু করেছে।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মানুষ দোকানে ভিড় করছে। যদিও দিনের শুরুতে অন্য সময়ের তুলনায় মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল, তবে শহরের কাঁচাবাজার ও ফলের বাজারে বেচাকেনা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
তবে সাধারণ মানুষের মধ্যে এখনও গ্রেপ্তার আতঙ্ক রয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে শহরের বিভিন্ন স্থানে। এদিকে শনিবার গোপালগঞ্জের সব ধরনের মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে, কারণ এটি তাদের সাপ্তাহিক ছুটির দিন। হোটেল ও রেস্টুরেন্টগুলোও এখনও বন্ধ রয়েছে।
এর আগে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (১৬ জুলাই) রাতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করে জেলা প্রশাসন। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল। এরপর আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ কার্যকর করা হয়।
আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি
জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক সরকারি আদেশে জানানো হয়, জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউর আগের দিন গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।