মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের
তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে দেশব্যাপী দোয়া মাহফিল
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সম্প্রতি সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে আয়োজিত এই দোয়া মাহফিলটি মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাদ আছর অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, নিরাপত্তা টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.), জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, কার্যালয়ের কর্মকর্তা অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির খান।
এই দোয়া মাহফিলের অংশ হিসেবে রাজধানী ঢাকার ভাষানটেক এতিমখানা, মিরপুর বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসা, নারায়ণগঞ্জের সোনারগাঁও এতিমখানা, এবং বগুড়ার গাবতলীতে পদ্মপাড়া মসজিদে আর রহমান, লাঠিগঞ্জ অন্ধ মাদ্রাসা ও কারিগরি এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের
বিএনপি ও তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকেও দোয়া ও সহমর্মিতায় শামিল হওয়ার আহ্বান জানানো হয়।





