তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন ট্রাজেডির আহতদের জন্য চিকিৎসা সামগ্রী দিল ছাত্রদল

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন আবাসিক সার্জন ডাঃ শাওন বিন রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, "জামায়াতের আমির মব সৃষ্টিতে ব্যস্ত। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের পাশে দাড়াচ্ছে ছাত্রদল। দুর্ঘটনার পরেই ছাত্রদলের পক্ষ থেকে তিনটি এ্যাম্বুলেন্স সরাসরি মাইলস্টোন কলেজ থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। হেল্প ডেস্কের মাধ্যমে অভূতপূর্ব কাজ করে যাচ্ছে। ছাত্র সংগঠন হিসেবে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছুটা সহযোগিতা দিতে এসেছি আমরা।
আরও পড়ুন: বিএনপির কাছে নিরপেক্ষ মানুষও ভালো কিছু প্রত্যাশা করে: তারেক রহমান
সঞ্চালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়াল বলেন, মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের দয়া করে কেউ রোগী বলবেন না। ওনারা আমাদের ভাই-বোন। আমরা তারেক রহমানের পক্ষ থেকে ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছি।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি জহির রায়হান আহমেদ, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, জাহিদ হাসান শাকিল, রাজু আহমেদ, ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শুভ-সহ নেতৃবৃন্দ।
আরও পড়ুন: শিক্ষায় বৈষম্য দূর, খেলাধুলা বাধ্যতামূলক: আমিনুল হক