সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২২ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু কে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ আগস্ট) রাতে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই: তারেক রহমান


পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন শফিকুল ইসলাম অপু। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাতেও তিনি আসামি। এসব মামলার ভিত্তিতে গোয়েন্দা তথ্যের আলোকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি আবহমান কাল থেকে চলে এসেছে: রুমিন ফারহানা


রাজনীতিতে শফিকুল ইসলাম অপুর যাত্রা শুরু হয় নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন।


২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি আব্দুল হাইয়ের মৃত্যুর পর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শফিকুল ইসলাম অপুকে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়।