খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ

ছবিঃ সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন।
ডা. জাহিদ বলেন, আওয়ামী লীগের আমলে খালেদা জিয়ার চিকিৎসায় অনেকটা অবহেলা হয়েছে। সময়মতো চিকিৎসা করানো হলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হতো।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন
মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১:৪৩ মিনিটে তিনি নিজ বাসভবন ফিরোজায় পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ারে নেওয়া হয়।
আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন