পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি

জামায়াতসহ ৭ দলের অভিন্ন কর্মসূচি কখন কোথায়

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৩৩ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ নানা দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। তিন দিনের অভিন্ন এই কর্মসূচি দলগুলো পৃথকভাবে পালন করবে। জামায়াত ছাড়া অংশগ্রহণকারী দলগুলো হলোইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

আরও পড়ুন: সিঙ্গাপুরে গেলেন নুরুল হক নুর

দাবিগুলোর মধ্যে রয়েছে

আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি আজ

  • জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন
  • পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু
  • নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ
  • সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
  • জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ

প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার রাজধানীতে একাধিক স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। জামায়াতের কর্মসূচি: বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ: বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। এতে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস: বিকালে বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করবে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা: পৃথকভাবে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

এর আগে দলগুলো বৃহস্পতিবার, শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করে।