‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিশ্চিত করেছে, জুলাই সনদে স্বাক্ষর করবে সরকার থেকে সাংবিধানিক আদেশ পাওয়ার পরই। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সে সম্পর্কে স্পষ্ট নিশ্চয়তা পাওয়া গেলে তারা স্বাক্ষর করবেন।
সরাসরি ড. মুহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে জারি করা সাংবিধানিক আদেশ ছাড়া প্রেসিডেন্ট এই আদেশ জারি করতে পারবেন না বলে উল্লেখ করেন নাহিদ।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছু উপদেষ্টার ভূমিকায় আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী
বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নিরাপত্তা এবং আহতদের জন্য সরকারের পদক্ষেপের রোডম্যাপ পাওয়া দরকার। তিনি উল্লেখ করেন, প্রায় ৮ শতাধিক মামলা রয়েছে, যা নিরাপত্তা ও বিচারের দিক থেকে দ্রুত সমাধান প্রয়োজন।
নাহিদ বলেন, জুলাই সনদ শুধু কাগুজে মূল্যে বিশ্বাসযোগ্য নয়, তাই বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হওয়ার পরেই স্বাক্ষর করা হবে। এ প্রসঙ্গে নোট অফ ডিসেন্ট কার্যকর হবে না। জুলাই সনদ গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে।
আরও পড়ুন: এবার যমুনায় গেল জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল
তিনি আরও বলেন, সরকারের কাছে নির্বাচন কমিশন পুনর্গঠন, প্রশাসনিক পদায়ন, উপদেষ্টা পরিষদের সদস্যদের অদক্ষতা ও পক্ষপাতিত্বের বিষয়ে তাদের দাবিগুলো তুলে ধরা হয়েছে। নিরপেক্ষ নির্বাচন ও প্রশাসনের কার্যক্রম নিশ্চিত করতে এই সব পদক্ষেপ জরুরি।
এর আগে বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির শীর্ষস্থানীয় চার নেতা পৌঁছান। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া দলের প্রতিনিধিদলে ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।