‘হ্যাঁ’ ভোটে বিএনপির জন্ম, ‘না’ ভোটে মৃত্যু হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাজনৈতিক কুতর্ক ছেড়ে নির্বাচন পরিবেশ তৈরিতে সকল দলকে এগিয়ে আসতে হবে। তিনি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক অনুষ্ঠানে এ আহ্বান জানান।
পাটওয়ারী বলেন, গণভোট হবে আগে না — এটি জামায়াত-বিএনপির মধ্যেকার কুতর্ক। এই ধোঁয়াশা কাটিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, ‘না’ ভোটের ওপর অনড় থেকে দলের অস্তিত্ব বিপন্ন করা উচিত হবে না—“বিএনপি একটি বড় দল; ‘না’ ভোটে নিজেরাই মৃত্যুর কবর কাঁধে নেবেন না।
আরও পড়ুন: ‘শাপলা কলি’ যুক্ত করে এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা: সামান্তা শারমিন
এছাড়া তিনি জামায়াতকে উদ্দেশ্যপূণভাবে বলেন, উভয় পন্থা (উপরি ও নীচু) নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা সমাধান না; শেষমেশ জামায়াত ও বিএনপি একযোগে আসতেই পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পাটওয়ারী আরও দাবি করেন, জাতীয় ঐকমত্য বা সংস্কার কমিশনের সুপারিশমালার ড্রাফট জনসম্মুখে আনা হোক—ড. ইউনূসের কোর্টে নয়, ড্রাফট প্রকাশ করুন; তখনই এনসিপি সিদ্ধান্ত নেবে। তিনি অভিযোজিত তালিকায় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানান এবং না হলে সম্ভাব্য অস্থিরতার দায় প্রধান উপদেষ্টার কাঁধে পড়বে বলে সতর্ক করেন।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কি না সন্দেহ তৈরি হয়েছে: রিজভী
তবে পাটওয়ারী প্রকাশ্যভাবে জানিয়েছেন, নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবে মেনে নেয়া হবে না; যদি তারা বাধা সৃষ্টি করে, কঠোর প্রতিরোধ করা হবে—তিনি বললেন, আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে আপোষ করা হবে না।
অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক ও এনসিপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং আলোচনা পরিচালনা করেন।





