ট্রাকচাপা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাশেদ খান
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানিয়েছেন।
রাশেদ খান জানান, গণসংযোগের সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে তীব্রগতির একটি ট্রাক ঠিক তার সামনের দিয়ে ছুটে যায়। ঠিক তখনই পেছন থেকে শ্যালক টেনে ধরায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
আরও পড়ুন: সেনাকুঞ্জে যাওয়ার আগেই অসুস্থ ছিলেন খালেদা জিয়া: তারেক রহমান
পোস্টে তিনি লিখেছেন, “আল্লাহর অশেষ রহমতে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আরেকটু হলেই ট্রাকচাপায় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত। মহান আল্লাহর দরবারে অসীম শুকরিয়া।”
এর আগে আরেক পোস্টে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, “বেগম জিয়াকে ঘিরে দলমত নির্বিশেষে মানুষের দোয়া—ফ্যাসিবাদবিরোধী শক্তির জাতীয় ঐক্যের উদাহরণ।”
আরও পড়ুন: বিজয়ের মাসেই দেশে ফিরছেন তারেক রহমান: আতিকুর রহমান





