আজ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ—আজ বুধবার পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় বা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে তাদের আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার দুই উপদেষ্টা সরকারের সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করেছেন। একই দিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টাদের সাপ্তাহিক বৈঠকেও এই প্রসঙ্গ ওঠে। সন্ধ্যায় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিশ্চিত হন যে দুই উপদেষ্টা আজই দায়িত্ব ছাড়ছেন।
আরও পড়ুন: অজ্ঞাতনামা লাশ হেফাজতে মৃত্যু আর মবে দেশজুড়ে মানবাধিকারের নাজুক পরিস্থিতি
এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার বিকেল তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকেন। মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়—তিনি সমসাময়িক বিষয়ে কথা বলবেন। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন।
সরকারের উচ্চপর্যায়ের মতে, নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা নৈতিকভাবে সঙ্গত নয়। তারা নির্বাচনে অংশ নিক বা না নিক—এ পরিস্থিতিতে তাদের সরে দাঁড়ানো উচিত। সরকারের এই অবস্থান জানার পরই দুই উপদেষ্টা তফসিল ঘোষণার ঠিক আগে পদত্যাগ করতে সম্মত হন।
আরও পড়ুন: আসিফ ও মাহফুজের মন্ত্রণালয়ে দায়িত্ব কারা পাচ্ছেন
৮ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে তিনজন উপদেষ্টা পরিষদে স্থান পান। পরে নাহিদ ইসলাম পদত্যাগ করে গঠন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তার পরই উপদেষ্টা হিসেবে যোগ দেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ।
যদিও দু’জনেরই এনসিপিতে কোনো আনুষ্ঠানিক পদ নেই, দলটিতে তাদের প্রভাব রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
আসিফ মাহমুদ গত ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেছেন। তিনি ঢাকা–১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ) প্রার্থী হতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। তবে ওই আসনে ইতোমধ্যে বিএনপি প্রার্থী ঘোষণা করায় তার রাজনৈতিক অবস্থান এখনো পরিষ্কার নয়—স্বতন্ত্র নাকি কোনো দলীয় প্ল্যাটফর্মে।
অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের এলাকা লক্ষ্মীপুর–১। সেখানে বিএনপি সম্প্রতি এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়ার ইঙ্গিত দেওয়ায় মাহফুজের জন্য দরজা বেশ সংকুচিত হয়ে গেছে। তবু তিনি এনসিপি থেকে মনোনয়ন নিতে পারেন কি না, তা নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক অঙ্গনে।
নির্বাচনকে সামনে রেখে দলগুলো জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গত রোববার একটি নতুন জোট ঘোষণা করেছে। বিভিন্ন আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে এনসিপি—এ তালিকায় মাহফুজ বা আসিফের নাম যুক্ত হবে কি না, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।





