হবিগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
হবিগঞ্জে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকালে ৫৫ বিজিবির পরিচালিত বিশেষ এ অভিযানে জব্দকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবু বাগান এলাকায় অবস্থান নেয়।
আরও পড়ুন: টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে তার ভেতর থেকে মালিকবিহীন ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
জব্দকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি মাদক পাচারকারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলির শব্দ, বাড়িতে পড়লো গুলি
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলবে। একই সঙ্গে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্ত এলাকার জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।





