ঢাকায় পৌঁছেছেন লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেল

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৫ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়নে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেল (Richard Beale) শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা বৃদ্ধি পাওয়ায় তাকে ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন: গণঅভ্যুত্থানের বিজয় সুসংহত করার আহ্বান মির্জা ফখরুলের

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার সার্বিক চিকিৎসা কার্যক্রম তদারকি করছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, এই মেডিকেল বোর্ডের পাশাপাশি চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক দলও তার চিকিৎসায় যুক্ত রয়েছে।

যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক রিচার্ড বেল দুপুরে হোটেল থেকে এভারকেয়ার হাসপাতাল যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ বলেন, তার চিকিৎসায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের চিকিৎসক ও সরকার তাদের সহযোগিতা প্রদান করছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, লন্ডন নেওয়ার সিদ্ধান্ত স্থগিত

মেডিকেল বোর্ডে থাকা বিশেষজ্ঞরা বাংলাদেশের পক্ষ থেকে— nঅধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ, অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, ডা. জাফর ইকবাল।

বিদেশি চিকিৎসকদের মধ্যে— যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ, প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ড. হামিদ রব।

যুক্তরাজ্য থেকে প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা যৌথভাবে তার চিকিৎসায় নিয়োজিত আছেন।