গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে

খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় ব্রিটেন ও চীনের ৫ শীর্ষ চিকিৎসক আসছে ঢাকায়

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪৪ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ব্রিটেন ও চীন থেকে পাঁচজন শীর্ষ বিশেষজ্ঞ চিকিৎসক বুধবার ঢাকায় আসছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড দফায় দফায় বৈঠক করে উন্নত চিকিৎসার জন্য ব্রিটেন ও চীনের এই শীর্ষ ৫ চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ বিবেচনা করে ঢাকায় আনার ব্যবস্থা করে।

আরও পড়ুন: সেনাকুঞ্জে যাওয়ার আগেই অসুস্থ ছিলেন খালেদা জিয়া: তারেক রহমান

ব্রিটিশ সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক Mr rechard beal  ৩ ডিসেম্বর বুধবার সকাল ৯:১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানের মাধ্যমে ঢাকায় অবতরণ করবেন। সেখান থেকে তিনি সরাসরি হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসায় অংশ নিবেন।

একই দিন রাত ৯:১০ মিনিটে চীনের চারজন  বিশেষজ্ঞ চিকিৎসক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।  চিনের বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন  Mr. Cai Jianfang, Deputy Director of the Internal Medicine Management Committee, Director of the Nephrology Department, Chief Physician

আরও পড়ুন: গণঅভ্যুত্থানের বিজয় সুসংহত করার আহ্বান মির্জা ফখরুলের

Mr. Yuan Xin, Deputy Director of the Surgical Management Committee, Chief Physician

Ms. Zhang Yuhui, Director of Heart Failure Center in Cardiology, Director of Heart Failure Intensive Care Unit, Chief Physician

Ms. Meng Hong, Chief Physician.

সংশ্লিষ্ট সূত্র জানায়, চীন ও ব্রিটেনের এই বিশ্ববিখ্যাত চিকিৎসকগণ দেশনেত্রীর উন্নত চিকিৎসার জন্য অংশ নিবেন। তাদের মতামতের উপর পরবর্তী কার্যক্ষম নির্ভর করবে। তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে বিদেশেও নেওয়া হতে পারে বলে জানা গেছে।

তার চিকিৎসার ক্ষেত্রে তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। মঙ্গলবার চিকিৎসার অগ্রগতি বিষয়ে অধ্যাপক ডা. জাহির হোসেন আবেগ আপ্লুত হয়ে বক্তব্য দেয়ায় উনাকে হতাশ হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে দেখা যায়।